ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে ফিরছে আজ

খেলা ডেস্ক


জুন ১৭, ২০২০
০৬:৪৩ অপরাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২০
০৬:৪৪ অপরাহ্ন



ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে ফিরছে আজ
রাতে ম্যানচেস্টার সিটির মুখোমুখি আর্সেনাল

করোনাভয় কাটিয়ে আজ মাঠে ফিরছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। জার্মানি বুন্দেসলিগার দেখানো পথে হেঁটে ফের শুরু হয়েছে স্প্যানিশ লা লিগা। কোপা ইতালিয়া দিয়ে মাঠে ফিরেছে ইতালির ফুটবলও। তবু কোথাও যেন দর্শকদের মাঝে একটি ঘাটতি ছিল। সেই অপূর্ণতা ঘুচে যাবে আজ রাতে। করোনার কারণে স্থগিত হওয়ার ঠিক ১০০ দিন পর মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ দিয়ে শুরু হবে লিগ। রাতের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল। ২৯তম রাউন্ডের এ দুটি ম্যাচই শুধু বাকি রয়েছে। সবমিলিয়ে অবশিষ্ট ৯২টি ম্যাচ শেষ করতে হবে ছয় সপ্তাহের মধ্যে। তবে শিরোপার নিষ্পত্তি এক সপ্তাহের মধ্যেই হয়ে যেতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে আছে লিভারপুল। প্রিমিয়ার লিগে ৩০ বছরে শিরোপা-খরা কাটাতে বাকি নয় ম্যাচের দুটি জিতলেই চলবে জুর্গেন ক্লপের দলের। আজ আর্সেনালের কাছে ম্যানসিটি হারলে মাঠে ফেরার দিনই শিরোপা নিশ্চিত করার সুযোগ থাকবে লিভারপুলের সামনে। সেক্ষেত্রে ২১ জুন এভারটনের মাঠে জিততে হবে তাদের। অন্যদিকে ম্যানসিটি হোঁচট না খেলে পরের ম্যাচে ঘরের মাঠে শিরোপা উৎসবের সুযোগ পাবে অলরেডরা। অবশ্য নতুন বাস্তবতায় ঘরের মাঠ আর পরের মাঠের মধ্যে বিশেষ পার্থক্য থাকছে না। কারণ করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। সবমিলিয়ে সর্বোচ্চ ৩০০ জন মানুষ উপস্থিত থাকতে পারবেন স্টেডিয়ামে। তাদেরও মানতে হবে স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব বজায় রেখে গোল উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে খেলোয়াড়দের। ব্যস্ত সূচির কথা মাথায় রেখে প্রতি ম্যাচেই পাঁচজন বদলি খেলোয়াড় নামানোর সুযোগ থাকছে।

শিরোপার লড়াই নিয়ে কোনো কৌতূহল না থাকলেও চ্যাম্পিয়ন লিগ খেলতে শীর্ষ চারে থাকার লড়াই রোমাঞ্চ ছড়াবে। সেই লড়াইয়ে কিছুটা এগিয়ে আছে ম্যানসিটি ও লেস্টার সিটি। চতুর্থ স্থানের জন্য লড়ছে চেলসি, ম্যানইউ, উলভস, শেফিল্ড, টটেনহ্যাম ও আর্সেনাল।

এএন/০৫