ন্যাপোলির শিরোপা জয়ে উচ্ছ্বসিত ম্যারাডোনা

খেলা ডেস্ক


জুন ১৮, ২০২০
০৭:২৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২০
০৭:২৪ অপরাহ্ন



ন্যাপোলির শিরোপা জয়ে উচ্ছ্বসিত ম্যারাডোনা

ইতালিয়ান ক্লাব ন্যাপোলির সঙ্গে তার হৃদয়ের সম্পর্ক। সে দলটি আগের দিন কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে। মহামারির কারণে মাঠে হয়তো থাকতে পারেননি। তাই বলে উচ্ছ্বাস গোপন রাখা যায়। ঘরে বসেই উত্তরসূরিদের জয় উদযাপন করলেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ডিয়াগো ম্যারাডোনা। ইনস্টাগ্রামে ন্যাপোলির জার্সি গায়ে ছবি আপলোড দিয়ে দলের জয়ে সামিল হয়েছে এ ফুটবল ঈশ্বর।

সিরি আ মাত্র দুইবার শিরোপা জিততে পেরেছে ন্যাপোলি। সে দুইবারই আসে ম্যারাডোনার হাত ধরেই। ম্যারাডোনা যাওয়ার পর ক্লাবটি যেন হারিয়ে যেতে বসেছিল। প্রায় এক যুগ কোনো শিরোপা জিততে পারেনি। তবে ধীরে ধীরে আবারও ফিরে পেতে শুরু করেছে। সে ধারায় বুধবার ইতালির অন্যতম শক্তিশালী দল জুভেন্টাসকে হারিয়ে কোপা ইতালিয়া জিতে নেয় তারা।

ক্লাবের জার্সি গায়ে কোপা ইতালিয়া জয়ের স্বাদ আছে ম্যারাডোনার। ১৯৮৬-৮৭ মৌসুমের ফাইনালে আটালান্টাকে হারিয়ে শিরোপা স্বাদ পেয়েছিলেন ম্যারাডোনা। এবার উত্তরসূরিদের শিরোপা জয়ের পর ইনস্টাগ্রামে ন্যাপোলির জার্সি গায়ে ছবি আপলোড করে ম্যারাডোনা ক্যাপশন দিয়েছেন, 'তোমাদের নিয়ে গর্বিত। চল ন্যাপোলি।' এরপর হ্যাসট্যাগে লিখেছেন কোপা ইতালিয়া।

যদিও ম্যাচটি ন্যাপোলি জিতেছে টাই-ব্রেকারে। তবে ম্যাচে গোল করার পরিষ্কার কিছু সুযোগ তৈরি করেছিল। ৪২ বছর বয়সী জুভ গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের অসাধারণ কিছু সেভ ও ন্যাপোলি ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। তবে সেখানে সে জাদু দেখাতে পারেননি বুফন। ৪-২ ব্যবধানের জয় নিয়ে শিরোপা জিতে নেয় ন্যাপোলি।

এএন/০৭