সিলেট মিরর ডেস্ক
জুন ২০, ২০২০
০৮:৪৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ২০, ২০২০
০৯:১৯ পূর্বাহ্ন
দৈনিক জাগরণ-এর সম্পাদক খ্যাতিমান সাংবাদিক আবেদ খান সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীসহ পরিবারের ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ শনিবার (২০ জুন) আবেদ খান নিজেই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় দিলে শনিবার (২০ জুন) পজিটিভ রিপোর্ট আসে। তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মীও করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিক আবেদ খান বলেন, তিন মাস বাসায় ছিলাম। অথচ আমি, আমার স্ত্রীসহ পরিবারের ছয়জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। ভালো আছি। তবে শরীরে একটু একটু জ্বর আছে। সব নিয়মকানুন মেনেই বাসায় অবস্থান করছি। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এনপি-০৯