পানিতে ডুবে স্পেনিশ কিশোরের স্বপ্নের সমাধি

খেলা ডেস্ক


জুন ২১, ২০২০
০১:২১ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২০
০১:২১ অপরাহ্ন



পানিতে ডুবে স্পেনিশ কিশোরের স্বপ্নের সমাধি

স্পেনের দ্বিতীয় বিভাগের দল লাস পালমাসের বয়সভিত্তিক দলে তাঁর বেড়ে ওঠা। মাঝে ইউডি জানদিয়ায় যোগ দিলেও আগামী মৌসুমে ফিরতে চেয়েছিলেন পালমাসে। কিন্তু ফেরার আর হলো কোথায়! হোর্হে সানচেজ ভাকা এখন না ফেরার দেশে। পানিতে ডুবে করুণ মৃত্যু ঘটেছে ১৭ বছর বয়সী এ ফুটবলারের। লাস পালমাস এক টুইটে জানায়, 'আমাদের সাবেক ক্যাডেট হোর্হে সানচেজ ভাকার মৃত্যুতে শোক প্রকাশ করছি। জানদিয়া থেকে আগামী মৌসুমে এখানে ফেরার কথা ছিল তার।'

স্পেনের ডন বেনিতো অঞ্চলে হারনান কর্টেজ শহরের পাশে একটি ইরি সেচ প্রকল্প আছে। মোট চারজন বন্ধু মিলে কাল সেখানে গোসল করতে গিয়েছিলেন সানচেজ। এর মধ্যে পানিতে ডুবে মারা গেছেন। সানচেজ এবং ১৫ বছর বয়সী আরেকটি ছেলে। ভীষণ স্রোতের মুখে টিকতে পারেননি। জরুরি বিভাগ এসে দেখতে পায় নিহত দুজনের একজন সংজ্ঞাহীন এবং আরেকজনের পেটে প্রচুর পানি। এর আগে এক কৃষক তাদের সেচ প্রকল্পের খালের পানি থেকে তুলতে সাহায্য করেন। ডন বেনিতো অঞ্চলের রেড ক্রস, মেডিকেল হেলিকপ্টার সার্ভিস ছুটে গেলও ততক্ষণে দেরি হয়ে যায়। ফুটবলার আর হয়ে ওঠা হলো না সানচেজের। ওরেলানা খালের পানি তাঁর সে স্বপ্ন কেড়ে নিয়েছে।

এএন/০২