তাহিরপুরে করোনায় প্রথম মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি


জুন ২৯, ২০২০
০৬:০৪ অপরাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২০
০৬:০৪ অপরাহ্ন



তাহিরপুরে করোনায় প্রথম মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক মুক্তিযোদ্ধার নমুনার ফলাফল পজিটিভ এসেছে। এর মধ্য দিয়ে এতদিন করোনায় মৃত্যুহীন থাকা তাহিরপুর উপজেলাতেও মারা যাওয়ার ঘটনা ঘটল।

গত শনিবার (২৭ জুন) ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুরে করোনা উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার (২৫ জুন) মৃত্যুবরণ করা মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান (৬৫) সহ পরিবারের আরও ৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে মৃত ব্যক্তি ও তাঁর ১ ছেলের নমুনার ফলাফল পজিটিভ আসে।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মুক্তিযোদ্ধা মতিউর রহমান উপজেলার বড়দল (দক্ষিণ) ইউনিয়নের পাগলপুর গ্রামের মৃত মহর আলীর ছেলে।

অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি উপজেলার ভোলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সপ্তাহখানেক ধরে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, কফ ও বুকে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে গত বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এএইচ/আরআর-০২