সিলেট মিরর ডেস্ক
জুন ২৯, ২০২০
১০:৩৯ অপরাহ্ন
আপডেট : জুন ২৯, ২০২০
১০:৩৯ অপরাহ্ন
সৌদি আরবে কারফিউ তুলে দেওয়ার এক সপ্তাহ পরেই করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে গেছে। বিষয়টি নিয়ে দেশটিকে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মুহাম্মদ আল-আবদে আল-আলি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, কারফিউ তুলে দেওয়ার পর সংক্রমণের হার বেড়েছে। করোনাভাইরাস ছড়ানো বন্ধে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার জন্য জনগণের প্রতি অনুরোধ করেছেন তিনি।
তিনি আরও বলেছেন, কারফিউ তুলে দেওয়ার জেরে সংক্রমণের হার দেড় গুণ বেড়ে গেছে। এখন আক্রান্ত ব্যক্তি আরও অন্তত দেড় জনকে সংক্রমিত করছেন। তবে সৌদিতে আক্রান্তদের মধ্যে ৬৮ শতাংশ সুস্থ হয়ে গেছে।
সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৮২ হাজার চারশ ৯৩ জন এবং মারা গেছে এক হাজার পাঁচশ ৫১ জন।
আরসি-০৩