বিশ্বনাথ প্রতিনিধি
জুন ৩০, ২০২০
০৭:৩৬ অপরাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২০
০৭:৩৬ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলার ৮টি ইউনিয়নে প্রতিনিয়তই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা একশ ছুঁই ছুঁই।
সোমবার (২৯ জিুন) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় বিশ্বনাথের প্রাণীসম্পদ কর্মকর্তা, নার্সসহ নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে। আক্রান্তদের মধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৫০ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
সোমবার রাতে করোনায় নতুন আক্রান্তরা হলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স ও উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেঘরী গ্রামের এক নারী।
নতুন করে বিশ্বনাথের আরও ৩ জন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা।
এসএএস/বিএ-০৭