বিশ্বনাথ প্রতিনিধি
জুন ৩০, ২০২০
০৭:৫৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২০
০৭:৫৪ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত ও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার লামাকাজি ইউনিয়নের কয়েকটি ও খাজাঞ্চী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে কয়েকশত পরিবারের মানুষ বাড়িতে পানিবন্ধি অবস্থায় রয়েছেন।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পানিবন্ধি ২৫০টি পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান এ ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাওন ভুঁইয়া, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, ইউপি সদস্য ফজলুল হক, সমাজ সেবক মাসুক আহমেদ,আবু আব্দুল্লাহ, আফিজ আলী, মাস্টার সুহেল আহমেদ প্রমুখ।
এমএএস/বিএ-০৯