জৈন্তাপুর প্রতিনিধি
জুন ৩০, ২০২০
১০:২৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২০
১০:২৫ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনার ৩ মাস পর ধর্ষণকারী অভিযোগে এক কিশোরকে (১৫) আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) দিবাগত রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের করগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক কিশোর করগ্রামের মুতলিব আলীর ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের আব্দুর রবের বাড়ির সম্মুখে রাস্তার কালভার্টের নিচে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়। ধর্ষণের ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন (নং- ২৫, তারিখ ২১ মার্চ ২০২০)। মামলার পর ধর্ষককে আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অবশেষে ঘটনার ৩ মাস ১০দিন পর গতকাল সোমবার একজনকে আটক করা হলো।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক এক কিশোরকে আটকের কথা নিশ্চিত করে বলেন, ভিকটিম ও আটক উভয়ই অপ্রাপ্তবয়স্ক। আমরা কিশোরকে আটক করে আদালতে প্রেরণ করেছি।
আরকে/আরআর-০৪