বিয়ানীবাজারে তালিকায় থাকা অধিকাংশই পাননি প্রধানমন্ত্রীর টাকা

শিপার আহমেদ, বিয়ানীবাজার


জুন ৩০, ২০২০
১০:৫৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ৩০, ২০২০
১১:১৭ পূর্বাহ্ন



বিয়ানীবাজারে তালিকায় থাকা অধিকাংশই পাননি প্রধানমন্ত্রীর টাকা

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় করোনাকালে কর্মহীন অসহায় মানুষের জন্য সরকারের দেওয়া ২ হাজার ৫শ টাকার নগদ সহায়তা এখনও পাননি বেশিরভাগ তালিকাভুক্ত ব্যক্তি। গত ঈদের আগে ১৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করলেও অধিকাংশ তালিকাভুক্তই এ অর্থ পাননি বলে জানা গেছে। আদৌ এ টাকা পাবেন কি-না সেটা নিয়ে শঙ্কায় আছেন তারা।

বিয়ানীবাজার পৌরসভাসহ উপজেলার সবক’টি ইউনিয়নে গত রমজান মাসে তালিকাভুক্তদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে নোটিশ বোর্ডে টানানো হয়। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সহায়তায় যাতে কোনো ধরণের অনিয়ম না থাকে, সেজন্য স্বচ্ছতার অংশ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধিরা তালিকা নোটিশ বোর্ডে টানিয়ে রাখেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার উপজেবিয়ানীবাজারের তালিকায় লায় সাড়ে ৫ হাজার দরিদ্র মানুষকে সরকারিভাবে নগদ অর্থ সহায়তা প্যাকেজের আওতায় এনে প্রত্যেককে ২ হাজার ৫শ টাকা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এরপর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল নম্বরসহ ২৪টি তথ্য সংযুক্তির মধ্য দিয়ে তালিকা করা হয়। তালিকাভুক্তদের মোবাইলে এসএমএস করা হবে এবং বিকাশের মাধ্যমে এ অর্থ প্রত্যেকের মোবাইলে পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। কিন্তু অধিকাংশ উপকারভোগীর মোবাইলে এ অর্থ আসেনি। তবে অনেকেই রোজার ঈদের আগে ওই টাকা পেয়ে গেছেন বলে জানিয়েছেন।

বিয়ানীবাজারে পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে ৫শ জন করে তালিকা করা হয়। বিভিন্ন সূত্র জানায়, অন্যের নামে সিম থাকা, জাতীয় পরিচয়পত্রে ভুল তথ্য থাকা ইত্যাদি কারণে টাকা পেতে সমস্যা হতে পারে। তিলপাড়া ইউনিয়নের অনেকেই প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সহায়তার টাকা পেয়েছেন বলে স্বীকার করেছেন।

বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব বলেন, তালিকাভুক্ত যাদের তথ্য সঠিক রয়েছে, তারা সিরিয়ালি অর্থ পাচ্ছেন। কারও ফোন নম্বর না থাকলে বা কোনো সমস্যা হলে তাদের ব্যাংক একাউন্টে টাকা চলে যাবে।

এ পর্যন্ত কতজন অর্থ পেয়েছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু বিভিন্ন ধাপে ধাপে এ অর্থ আসছে সেজন্য নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব নয়।

 

এসএ/আরআর-০৫