গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ৩০, ২০২০
১১:৩২ পূর্বাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২০
১১:৩২ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের গোলাপগঞ্জের মছরু উদ্দিন (৭০) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের ফুলশাইন্দ গ্রামের বাসিন্দা। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১১টায় সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালে মারা যান মছরু উদ্দিন। আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মছরুর উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
তিনি জানান, গত ১৭ জুন আব্দুর রাজ্জাক করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে গত বুধবার (২৪ জুন) তার রিপোর্ট পজিটিভ আসে। গতকাল সোমবার রাত ১১টায় মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, এখন পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন আর মারা গেছেন ৭ জন।
এফএম/আরআর-০৭