জৈন্তাপুর প্রতিনিধি
জুন ৩০, ২০২০
১২:০২ অপরাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২০
১২:০২ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে দ্রুত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। একদিনে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে জৈন্তাপুরে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৮৫ জন। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১ জন, সুস্থ হয়েছেন ৪৮ জন। নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে আরও ৫ জনের এবং ফলাফলের অপেক্ষায় আছেন ২২ জন।
জৈন্তাপুরে কিছুদিন ধরে করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি। এখন হঠাৎ এক সঙ্গে আসা ৩ দিনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৬ জনের আক্রান্তের খবরে উপজেলাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। অপরদিকে উপসর্গ থাকলেও নমুনা দিতে আগ্রহ হারাচ্ছেন সাধারণ নাগরিকসহ সচেতন মহল।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্তরা হলেন- উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মোকামবাড়ী গ্রামের হোসনে আরা খানম, রাজু আহমদ, আজমল আলী, নিজপাট ইউনিয়নের সারীঘাট ডৌডিক গ্রামের জয়ন্ত দেব, চারিকাটা ইউনিয়নের বাউরভাগ দক্ষিণ গ্রামের আব্দুল্লাহ আল জাবির, দরবস্ত ইউনিয়নের পাকড়ী গ্রামের ফাতিমা বেগম, ছাতারখাই গ্রামের এনাম আহমদ, চাল্লাইন গ্রামের আফতাব উদ্দিন, বড়চতুল ইউনিয়নের তানজিনা বেগম, নাজমিন আক্তার, সুলতানা বেগম, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪র্থ শ্রেণির কর্মচারী কবির আহমদ, স্বাস্থ্য সহকারী মাসুক আহমদ, সিএইচসিপি আতিকুল হক, ডিএমএফ লোকমান আহমদ ও আলীরগাঁও ইউনিয়নের খলা গ্রামের আবুল হোসেন। এছাড়া গত ২৩ জুন আক্রান্তরা হলেন- মো. আব্দুল হাফিজ, ফারহানা আক্তার, রেনু বেগম, বাবলা আহমদ এবং ২৮ জুন আক্রান্ত হন চারিকাটা ইউনিয়নের জাবির আহমদ।
এ বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক. মো. আমিনুল হক সরকার বলেন, নমুনা পরীক্ষার ফলাফল পেতে বিলম্ব হচ্ছে। যার কারণে উপসর্গ থাকলেও অনেকেই নমুনা দিতে আগ্রহী হচ্ছেন না। আজ আমরা ১৮ দিন পর তিনদিনের রিপোর্ট এক সঙ্গে পেয়েছি। বর্তমানে অনেক নমুনা ফলাফলের অপেক্ষায় রয়েছে।
আরকে/আরআর-০৮