শাবি প্রতিনিধি
জুন ৩০, ২০২০
১২:২৮ অপরাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২০
১২:২৮ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারীদের সংগঠন ‘কর্মচারী ইউনিয়ন’ এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৩শ কর্মচারীর মাঝে মাস্ক ও চশমা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রশাসনিক ভবনের সামনে এসব মাস্ক ও চশমা বিতরণ করে সংগঠনটি।
মাস্ক ও চশমা বিতরণকালে কর্মচারী ইউনিয়নের সভাপতি সাদেক আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুর্শেদ আহমদ, কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ময়ূন, অজয় চক্রবর্তী ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় কর্মচারী ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ বলেন, করোনার বিস্তার রোধে বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন কর্মচারীর মাঝে মাস্ক ও চশমা বিতরণ করেছি। আগামীতেও আমরা কর্মচারীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।
এইচএন/আরআর-১০