গোয়াইনঘাট প্রেসক্লাবের কমিটি গঠন ও দায়িত্ব গ্রহণ

গোয়াইনঘাট প্রতিনিধি


জুন ৩০, ২০২০
০১:০৬ অপরাহ্ন


আপডেট : জুন ৩০, ২০২০
০১:০৬ অপরাহ্ন



গোয়াইনঘাট প্রেসক্লাবের কমিটি গঠন ও দায়িত্ব গ্রহণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গণমাধ্যমকর্মীদের সংগঠন গোয়াইনঘাট প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নির্বাচন কমিশনার হারুন অর রশিদের সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এর আগে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে এম. এ মতিন সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি ইমরান হোসেন সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সুভাস দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস আকরাম, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, দপ্তর সম্পাদক রফিক সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ আলম, নির্বাহী সদস্য আব্দুল মালিক, মনজুর আহমদ, হারুন অর রশিদ, আলী হোসেন, সদস্য দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পী, মনসুর আলম ও ইব্রাহিম খলিল।

 

এমএম/আরআর-১২