জকিগঞ্জ প্রতিনিধি
জুন ৩০, ২০২০
০২:৩৬ অপরাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২০
০২:৩৬ অপরাহ্ন
এক মুক্তিযোদ্ধা ও তাঁর মেয়ের পরিবারকে ‘একঘরে’ করে রাখার অপরাধে সিলেটের জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের আকাশ মল্লিক গ্রামের ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জুন) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- মৃত আব্দুর রহিমের ছেলে জামাল উদ্দিন (৫০), মৃত ফয়জুল মিয়ার ছেলে আব্দুল মতিন (৫৫) ও মৃত আব্দুর রজ্জাকের ছেলে বদরুল হক (৫০)।
এর আগে এ ঘটনায় ভুক্তভোগী রুমানা বেগম বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ১৪ ফেব্রুয়ারি জুমার নামাজ শেষে তার পিতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুর রবের পরিবারকে ঘোষণা দিয়ে ‘এক ঘরে’ করে রাখেন গ্রামের মোড়লরা। এরপর থেকে তাদেরকে রাস্তাঘাটে চলাচল ও নামাজের জন্য মসজিদে যেতে দিতেন না ওই প্রভাবশালীরা। এমনকি ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য তাদের বাড়িতে গৃহশিক্ষকের আগমনেও তারা বাধা দেন। ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
অভিযুক্তরা জামায়াত-শিবিরের কর্মী উল্লেখ করে মামলায় অভিযোগ করা হয়, মুক্তিযোদ্ধা পরিবারকে হেনস্তা করতেই পরিকল্পিতভাবে তাদের ‘একঘরে’ করে রাখা হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই পরিতোষ পাল জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় তাদেরকে আটক করা হয়েছে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, কাউকে ‘একঘরে’ করে রাখার বিষয়টি মর্মান্তিক। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
ওএফ/আরআর-১৮