ছিনতাই মামলার পলাতক এক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০১, ২০২০
০৩:৩২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২০
০৩:৩২ পূর্বাহ্ন



ছিনতাই মামলার পলাতক এক আসামী গ্রেপ্তার

সিলেটে ছিনতাই মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক আসামীর নাম আব্দুর রহমান (৩৫) বলে জানিয়েছে পুলিশ। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ষোলঘর থানার বাঘমারায়। বর্তমানে তিনি সিলেট নগরের সোনাতলা এলাকার পাতা মিয়ার কলোনীতে বসবাস করে আসছিলেন।

গত সোমবার রাত ১০ টায় সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর ছিনতাইয়ে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির ৩ তারিখ রাতে মোগলাবাজার থানার কন্দিয়ারচর এলাকায় এক ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন আব্দুর রহমান। তিনি পেশায় একজন অটোরিকশা সিএনজি চালক। সেদিন তিনি ও তার সযোগগী আলখাছ খাঁ মিলে রিপন মিয়া নামের এক যুবকের ১ লক্ষ টাকা ছিনিয়ে নেন। ঘটনার রাতেই পুলিশ আলখাছ খাঁ কে আটক করেছিল।