নিজস্ব প্রতিবেদক
জুলাই ০১, ২০২০
০৪:২৮ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২০
০৪:৪৫ পূর্বাহ্ন
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ১২ জন চিকিৎসকও রয়েছেন।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৬৯ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হাজার ২ হাজার ৫৪২ জনে দাঁড়াল।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সিলেট জেলার বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৫৮ জন, বিয়ানীবাজার উপজেলার ৮ জন, বিশ্বনাথ উপজেলার ৩ জন, জৈন্তা, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার একজন করে রয়েছেন। বাকী তিনজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় গত ৫ এপ্রিল। প্রথম মৃত্যু হয় ১৫ এপ্রিল।
বিএ-১৯