করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এমএ হক

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০১, ২০২০
০৭:২১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২০
০৭:২১ পূর্বাহ্ন



করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এমএ হক

করোনাভাইরাসের উপসর্গ থাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিকেলে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার এমএ হকের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।

এম এ হকের ভাগ্না ও সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান সিলেট মিররকে বলেন, মামা আগে কিছু রোগে ভুগছিলেন। মঙ্গলবার উনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নর্থ-ইস্ট মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এসডিইউ বেডে চিকিৎসা নিচ্ছেন।

এনসি/বিএ-০২