কানাইঘাট প্রতিনিধি
জুন ৩০, ২০২০
০৭:৫৫ অপরাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২০
০৭:৫৫ অপরাহ্ন
কানাইঘাটে গত ২ দিনের করোনা টেস্ট রিপোর্টে আরো ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত রবিবার করোনায় পজেটিভ রিপোর্ট আসে স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, এক স্বাস্থ্য সহকারী, উপজেলা সাবরেজিষ্ট্রার অফিসের সাব রেজিষ্ট্রার।
এছাড়া মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক চিকিৎসক, এক স্বাস্থ্য সহকারী, উপজেলার বীরদল আগফৌদ গ্রামের এক এনজিও কর্মী, পর্বতপুর গ্রামের এক ইলেক্ট্রিশিয়ান, পূবালী ব্যাংকের ক্যাশ ইনচার্জ, একই ব্যাংকের ক্যাশ অফিসার এবং পর্বতপুর রতনপুর গ্রামের একজনের করোনা শনাক্ত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ জানিয়েছেন, করোনায় ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ জন এমবিবিএস চিকিৎসক, ২ জন উপ-সহকারী মেডিকেল অফিসার, হেলথ্ ইন্সপেক্টর, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিসহ ১৬ জন কর্মকর্তা কর্মচারী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের পুণরায় রিপোর্ট নেগেটিভ এসেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের অধিকাংশ ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য সেবায় চরম ব্যাঘ্যাত ঘটছে।
সচেতন মহল জানিয়েছেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশ পৌরসভার রায়গড়, ডালাইচর, মহেশপুরসহ বিভিন্ন এলাকায় অর্ধ শতাধিক ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ায় উক্ত এলাকাকে রেড জোন ঘোষণা করে শীঘ্রই লকডাউন দেওয়ার জন্য সিলেটের উর্ধ্বতন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এমআর/বিএ-০৫