ওসমানীনগরে আরও ২ জন আক্রান্ত

ওসমানীনগর প্রতিনিধি


জুন ৩০, ২০২০
০৮:২১ অপরাহ্ন


আপডেট : জুন ৩০, ২০২০
০৮:২১ অপরাহ্ন



ওসমানীনগরে আরও ২ জন আক্রান্ত

সিলেটের ওসমানীনগরে নতুন করে আরও ২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৩০ জুন) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এই দুইজনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে উপজেলার দয়ামীর ইউপির ছোট ধিরারাই গ্রামে একজন (৪০) গত ২৮ জুন করোনা উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলে ওইদিন সন্ধ্যায় মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করেন।

অপর আক্রান্ত উছমানপুর ইউপির ভেরাখাল গ্রামের বাসিন্দা (৫৮) বর্তমানে সিলেট শহরের শাহী ঈদগাহের বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তিনিও গত ২৮ জুন শামসুদ্দিন হাসপাতালে নমুনা প্রদান করেন।

মঙ্গলবার নতুন আক্রান্ত ২ জন নিয়ে ওসমানীনগরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ জন এবং মারা গেছেন ৩ জন। আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন ২২ জন।

ইউডি/বিএ-০৮