জৈন্তাপুর প্রতিনিধি
জুলাই ০১, ২০২০
১১:০০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২০
১১:৪৪ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পুলিশ ১ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত ইউনিয়নের সুটারী সেনগ্রামের উঁচু ব্রিজের উপরে গাঁজা ক্রয়-বিক্রয় করা হচ্ছে জানতে পেরে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এসআই প্রদীপ রায়, এএসআই মনিরুল ইসলাম ও এএসআই আবু সুফিয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রয়ের প্রাক্কালে হাতেনাতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেন।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার সুটারী সেনগ্রামের মৃত হুনা আলীর ছেলে মো. মোখলেছুর রহমান (৫২) এবং গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের রাহিম উদ্দিনের ছেলে রুমান আহমদ (২০)। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর সারনি ১৯ (ক) ধারার মামলা রেকর্ড করা হয়েছে, যার নং-১, তারিখ- ১ জুলাই ২০২০।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল (মঙ্গলবার) অভিযান পরিচালনা করে দুই মাদক বিক্রেতাকে পুলিশ আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলাজুড়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।
আরকে/আরআর-০২