সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের খাদ্য বিতরণ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০১, ২০২০
০১:১৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২০
০১:১৫ অপরাহ্ন



সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের খাদ্য বিতরণ

৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্যোগে নগরের বিভিন্ন পয়েন্টে অসহায় শতাধিক পরিবার ও পথশিশুদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) খাদ্যসামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। একই দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের রূহের মাগফেরাত ও আক্রান্তদের সুস্থতা কামনা করে হজরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে খাদ্রসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সোসাইটির উপদেষ্টা, এম সি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের সভাপতি কাইটস মাসউদ, তরুণ সমাজসেবক মো. ছাদিকুর রহমান।
বক্তারা বলেন, ‘সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন দীর্ঘ ৪ বছর ধরে সিলেট শহর থেকে শুরু করে গ্রামেও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। পাশাপাশি চলমান সংকটেও এই সংগঠন খাদ্য সহায়তা মানুষের দোরগড়ায় হাজির হয়েছে। পাশাপাশি পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টিতেও উদ্যোগ নিচ্ছে সংগঠনটি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোসাইটির সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সমাজকল্যাণ সম্পাদক ফরহাদ আহমেদ, সিনিয়র সদস্য আব্দুল আজিজ তামিম, মিজানুর রহমান, ফরহাদ খাঁন, মামুন মিয়া, রমজান মিয়া জনি, ফারুক মিয়া প্রমুখ।

এনপি-০১