নগরে ছাত্রদল নেতার উপর যুবদলের হামলা

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০২, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০২, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন



নগরে ছাত্রদল নেতার উপর যুবদলের হামলা

সিলেটে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সস্পাদক আবু সালেহ মো. তাহেরের উপর যুবদলের কয়েকজন নেতা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১ জুলাই) বেলা ৪ টার দিকে নগরের পীরমহল্লাহ এলাকায় আবু সালেহ মো. তাহেরের উপর এ হামলা হয়।

আবু সালেহ মো. তাহের বলেন, আমার পীরমহল্লার বাসা থেকে বের হওয়ার পরে মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ সাফির নেতৃত্বে জুবের, মাসুম, রাজু ১০ থেকে ১২ টি মোটরসাইকেল নিয়ে আমার উপর হামলা করেছে। তারা আমার হাত ভেঙ্গে দিয়েছে। দা দিয়ে কুপিয়েছে। 

তিনি বলেন, এদের রাজনীতি করার যোগ্যতা নাই। এরা মাদক ব্যবসায়ী। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিবকে পাওয়া যায়নি।

এনসি/বিএ-১৬