কানাইঘাটে বাস খাদে পড়ে আহত ২৫

জকিগঞ্জ প্রতিনিধি


জুলাই ০১, ২০২০
০২:৫৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২০
০২:৫৩ অপরাহ্ন



কানাইঘাটে বাস খাদে পড়ে আহত ২৫

সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১ জুলাই) দুপুরের দিকে কানাইঘাট উপজেলার সড়কের বাজারের ছত্রনগর এলাকায়।

পরে স্থানীয় লোকজন দুর্ঘটনাকবলিত বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। কানাইঘাট থানার এসআই মায়নুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পেরেছেন ছোট একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন।

 

ওএফ/আরআর-১৩