নিজস্ব প্রতিবেদক
জুলাই ০১, ২০২০
০৪:৩২ অপরাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২০
০৪:৩২ অপরাহ্ন
প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ আবু নছর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, ‘দুইদিন আগে তিনি বাথরুমে পড়ে যান। প্রথমে তাঁকে আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার রাতে তাকে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. নাজমুল হোসেন সিলেট মিররকে বলেন, ‘করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে তাকে আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। ইতোমধ্যে তার নমুনাও সংগ্রহ করা হয়েছে। এমনিতে তিনি সুস্থ আছেন। তবে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।’
সৈয়দ আবু নছর দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আরসি-০৮/এনপি