সিলেট মিরর ডেস্ক
জুলাই ০১, ২০২০
০৪:৩৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২০
০৪:৩৮ অপরাহ্ন
সিলেট নগরের ইসকন মন্দিরে ভক্তসমাগম ছাড়াই উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। এর মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব।
করোনার প্রভাবে জনসমাগম না করে মন্দিরের অভ্যন্তরেই অংশ নেওয়া ভক্তরা নেচে-গেয়ে দিনটি উদ্যাপন করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণের অনন্য রূপ জগন্নাথ দেব ভক্তদের দর্শন দিতে রাস্তায় নেমে আসেন। তার সঙ্গে থাকেন ভাই বলদেব ও বোন সুভদ্রা। যে যানবাহনে করে জগন্নাথদেব ভক্তদের পথে ঘুরে ঘুরে দর্শন দান করেন সেটাই হলো রথ।
ভক্তরা জগন্নাথদেবের আশীর্বাদ পাবার আশায় সেই রথ টেনে নিয়ে যান মন্দিরে। ৯ দিন আগে তিনি যখন নিজের মাসির বাড়ি গিয়েছিলেন, ঠিক তার ৯ দিন পর সে পথ ধরেই ফিরেন নিজের ঘরে।
আরসি-০৯