কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৩, ২০২০
০৮:১৮ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২০
০৮:১৮ পূর্বাহ্ন
সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) নমুনা পরীক্ষায় কোম্পানীগেঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ানসহ দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা গত ৩০ জুন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন।
কোম্পানীগেঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও কামরুজ্জামান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে করোনার লক্ষণ না থাকায় তারা নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গত, কোম্পানীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। এর মধ্যে এক জন মারা গেছেন ও ৬ জন সুস্থ হয়েছেন।
এমকে/এনপি-০৭