এম এ হকের মৃত্যুতে লুনার শোক

বিশ্বনাথ প্রতিনিধি


জুলাই ০৩, ২০২০
১০:০৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২০
১০:০৩ পূর্বাহ্ন



এম এ হকের মৃত্যুতে লুনার শোক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুত্বে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও 'নিখোঁজ' বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

আজ শুক্রবার (৩ জুলাই) এক শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা বলেন, সিলেট বিভাগের রাজনৈতিক সামাজিক অঙ্গনে এম এ হক ছিলেন সকলের পরম প্রিয় একজন শ্রদ্ধেয় আলোকিত মানুষ। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির অগণিত নেতাকর্মীর প্রেরণার বাতিঘর, ছিলেন নির্লোভ, নিরহংকার, বিশাল মনের দরদী সমাজসেবক। সিলেটের যেকোনো ঘটনা-দুর্ঘটনা-দুর্যোগে তিনি ছুটে এসেছেন পরম মমতায় সিলেটবাসীর অভিভাবকের মতো। তিনি ছিলেন সাদা মনের সত্যিকার একজন দেশপ্রেমিক মানুষ। সিলেটে বিএনপিকে শক্তিশালী করেতে তাঁর অবদান অপরিসীম। তিনি ছিলেন বিএনপি পরিবারের ভরসার স্থল। তাঁর মৃত্যুতে সিলেট জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার এবং সর্বস্তরের সিলেটবাসীর অপুরণীয় ক্ষতি হয়েছে। এ ক্ষতি শত বছরেও পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করি ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 

 

এমএ/আরআর-০১