সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৩, ২০২০
১১:০০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২০
১১:০০ পূর্বাহ্ন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী বলেন, সিলেট বিভাগের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এম
এ হক ছিলেন সকলের শ্রদ্ধেয় আলোকিত মানুষ। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির অগণিত নেতা কর্মীর প্রেরণার বাতিঘর, নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদী ও সমাজ সেবক। তিনি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয়তাবাদী দলে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সহ সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিলেট বিএনপিকে শক্তিশালী করতে তাঁর অবদান ছিল অপরিসীম।’
নেতৃবৃন্দ বলেন, ‘এম এ হক এর মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ রাব্বুল আল আমিন যেন তাকে জান্নাতবাসী করেন-আমীন।’
শোকবার্তায় জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, বর্তমানে রাজনৈতিক বৈরিতার এই দুঃসময়ে এম এ হকের বিদায়ে আমরা অভিভাবকশূন্য হলাম। এম এ হক আজীবন দেশ-জাতি ও সিলেটের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। দেশের যে কোনো দুর্যোগ মুহুর্তে তিনি জাতির সেবায় এগিয়ে এসেছেন। সিলেট বিভাগে বিএনপির কার্যক্রম সুসংহত করতে তিনি কঠোর পরিশ্রম করেছেন। শ্রদ্ধেয় অভিভাবককে হারিয়ে আমরা গভীর শোকাহত। আল্লাহ আমাদের অভিভাবক এম এ হক ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তাঁর পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।’
এনপি-১০