জৈন্তাপুর প্রতিনিধি
জুলাই ০৩, ২০২০
০১:২০ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২০
০১:২১ অপরাহ্ন
আমেনা বেগম সুমা
সিলেটের জৈন্তাপুর থেকে ৭ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের সরঞ্জামসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামের জনৈক আব্দুল্লাহ'র বাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ সুনামগঞ্জ জেলার ছাতক থানার কুচবাড়ী গ্রামের আলম মিয়ার স্ত্রী আমেনা বেগম সুমাকে (৩৭) আটক করা হয়।
আজ শুক্রবার (৩ জুলাই) আটককৃত আমেনা বেগম সুমার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে যার নম্বর-০৪, তারিখ- ৩ জুলাই ২০২০।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে আমেনা বেগম সুমাকে আটক করা হয়। মামলা দায়েরপূর্বক গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরকে/আরআর-০৮