ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ০৩, ২০২০
০৫:০৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২০
০৫:০৫ অপরাহ্ন
জরুরি সংস্কারের জন্য সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
আজ শুক্রবার (৩ জুলাই) ভোর ৬টা থেকে উক্ত দুই সেতুতে সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। কাজ শেষ হবে আগামী ৭ জুলাই ভোরে।
মেরামত কাজ চলাকালে মহাসড়কের এ অংশে সব ধরণের যান চলাচল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া।
এ অবস্থায় সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সব ধরণের যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
ইউডি/আরআর-১২