ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ০৪, ২০২০
০২:৪২ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৪, ২০২০
০২:৪২ অপরাহ্ন
নিরাপদ সড়ক চাই (নিসচা) যুক্তরাজ্য শাখার উদ্যোগে সিলেটের ওসমানীনগরের করোনা সংকটে থাকা অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার উসমানপুর ইউনিয়নের গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মতিন চৌধুরী। ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, ওসমানীনগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক, কুহেলুর রহমান চৌধুরী, ইউপি সদস্য ফারুক মিয়া, মসুদ মিয়া, জহির আলী, মুক্তার মিয়া চৌধুরী ও মুকিত আহমদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা জুয়েল আহমদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, উসমানপুর যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল তাপাদার, ছাত্রলীগ নেতা সুজেল চৌধুরী, আল-আমিন আনছারী, কাজী রায়হান আহমেদ, রাসেল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ১৪৫ জন হতদরিদ্রের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
ইউডি/আরআর-১১