নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৫, ২০২০
০৩:৪৮ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৫, ২০২০
০৩:৫০ পূর্বাহ্ন
তিনজন চিকিৎসকসহ সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত ২৯ জন রোগী শনাক্ত করা হয়েছে।
আজ শনিবার (০৪ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, শনিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
শনাক্তদের মধ্যে ২৬ জন সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলার, বালাগঞ্জ উপজেলার ২ জন ও গোলাপগঞ্জ উপজেলার ১ জন রয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রোন্তের সংখ্যা ২ হাজার ৭৬৩ জনে দাঁড়ালো।
এ পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১০৬ জন। এর মধ্যে সুনামগঞ্জে ১ হাজার ৬২ জন, হবিগঞ্জে ৭৫৯ জন ও মৌলভীবাজারের ৫২২ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮৪ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৬ জন, সুনামগঞ্জে সাতজন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় পাঁচজন রয়েছেন।
করোনা আক্রান্ত ২৩১ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৯০ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭০ জন ও মৌলভীবাজারে ২২ জন।
বিএ-১৮