গোলাপগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৫, ২০২০
০৬:৪৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৫, ২০২০
০৮:৫৫ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শাহাব উদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের বাসিন্দা। আজ রবিবার (০৫ জুলাই) ভোর ৬ টায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রাজু। জানা যায়, শারীরিক নানা সমস্যা নিয়ে ২৭ জুন তিনি সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করলে সোমবার (২৯ জুন) করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।
এফএম/বিএ-০২