সীমান্তে অপরাধ রোধে সচেতনতামূলক সভা

গোয়াইনঘাট প্রতিনিধি


জুলাই ০৫, ২০২০
১১:৩০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২০
১১:৩০ পূর্বাহ্ন



সীমান্তে অপরাধ রোধে সচেতনতামূলক সভা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় অপরাধ রোধ, সীমান্ত এলাকার লোকজন কর্তৃক ভারতের সীমান্তের ভেতরে গবাদিপশু চারণ এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে দমদমিয়া বিওপি, বিছনাকান্দি বিওপি ও সোনারহাট বিওপি এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও বর্ডার এলাকার লোকদের নিয়ে জনসচেতনতামূলক এসব সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিজিবির সহায়তায় সোনারহাট বিওপি এলাকায় গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নজরুল ইসলাম পিপিএম, দমদমিয়া বিওপি এলাকায় থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ ও বিছনাকান্দি বিওপি এলাকায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় বক্তব্য দেন।

এ সময় সভায় বক্তারা বলেন, ভারতীয় সীমান্তে গোয়াইনঘাট সীমান্ত এলাকার লোকজন যাতে অনুপ্রবেশ না করেন, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। নতুবা বিভিন্ন অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উপস্থিত জনতাকে বিষয়টি তারা গুরুত্বসহকারে অবহিত করেন।

 

এমএম/আরআর-০৪