সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৫, ২০২০
০২:৫৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৬, ২০২০
০২:৩৫ অপরাহ্ন
দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে মধুশহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগমকে অপসরাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ উপলক্ষ্যে শনিবার (৪ জুলাই) মধুশহীদ এলাকাবাসির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মল্লিক চৌধুরীর সভাপতিত্বে সভায় অভিযোগের তদন্ত কমিটির সঙ্গে আলোচনা হয়। এসময় বক্তারা প্রধান শিক্ষক সেলিনা বেগমের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা করে প্রধান শিক্ষক বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছেন। অবিলম্বে প্রধান শিক্ষককে অপসারণ করে বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এলাকাবাসী ও অভিভাবকদের তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. আলাউদ্দিন বাদশা, জামিল উদ্দিন লাকি, কয়েছ আহম, কাওছার ইমরান, মো. পিংকু আব্দুর রহমান, আরিফুর রহমান, আজমল হোসেন, গুলশান খাঁন, আব্দুর রকিব সাহিন, ইফতেখার হোসেন মনি, গউছ উদ্দিন, সেলিম আহমদ, সাহিদ আহমদ, রাজা চৌধুরী, মুছা চৌধুরী প্রমুখ।
আরসি-০৭