সিলেট করোনার হটস্পটে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৫, ২০২০
১১:০৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২০
১২:১১ পূর্বাহ্ন



সিলেট করোনার হটস্পটে পরিণত হয়েছে : মির্জা ফখরুল
অনলাইনে সিলেটে ন্যাশনালিস্ট ফোরামের অনুষ্ঠান

সিলেটে সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিলেট করোনার হটস্পট হয়ে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা দেখছি যে, সিলেটে গত কয়েকদিনের সংক্রমণ প্রচণ্ডভাবে বেড়েছে। ইট হ্যাজ বিকাম এ হটস্পট নাউ ।‘ সরকারের জন্য অপেক্ষা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগগুলোকে সফল করার জন্য আপনারা সবাইকে নিয়ে এগিয়ে আসার চেষ্টা করুন।’ এসময় দলের অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, বিএনপি উঠে দাঁড়াবে সেই ফিনিক্স পাখির মত এবং জয়ী হবে।’

আজ রবিবার (৫ জুলাই) বিকেলে উত্তরার বাসা থেকে অনলাইনে সিলেটে সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 

সিলেটে সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের উদ্যোগে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস ও সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে শোক প্রকাশ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব।

সাউথ ন্যাশনালিস্ট ফোরামের সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামাল হাসান জুয়েলের পরিচালনায় ভার্চুয়াল আলোচনায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন, সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেটের সিটি মেয়র বিএনপি নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ এবং লন্ডন থেকে যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি সিলেটের নেতৃবৃন্দকে অনুরোধ জানাই, সরকার কী করছে না করছে- এটা দেখার দরকার নেই। তারা যা করছে তারা করুক। আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগগুলোকে সফল করার জন্য আপনারা সবাইকে নিয়ে এগিয়ে আসার চেষ্টা করুন। আজকে যে উদ্যোগটা আপনারা নিয়েছেন, এটা একটা মহৎ উদ্যোগ। এটা নিয়ে কাজ করুন।’

বিএনপি কখনও মাথা নত করে বসে যায়নি বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে, বিএনপি উঠে দাঁড়াবে সেই ফিনিক্স পাখির মত এবং জয়ী হবে। বিএনপি কিন্তু কখনও মাথা নত করে বসে যায়নি। লড়াই করছে, সংগ্রাম করছে।’

দেশের স্বাস্থ্য ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘উন্নত দেশগুলোতে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য ব্যবস্থাটা আছে। বাংলাদেশের দুর্ভাগ্য এই সরকার দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে ভেঙে দিয়েছেন, ভঙ্গুর করে দিয়েছে। এখানে মানুষ কোনো স্বাস্থ্য সেবা পাচ্ছে না।’

হাসপাতালগুলোর চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘হাসপাতালে গেলে অক্সিজেনের অভাব, ভেন্টিলেটর বাদ-ই দেন। এমনিতেই লোকে অক্সিজেন পাচ্ছেন না। সাড়ে তিন হাজার টাকার অক্সিজেন এখন ৪ হাজার থেকে ৩৮ হাজার টাকা দাম হয়ে গেছে। মাস্ক, স্যানিটাইজার ও সুরক্ষার সামগ্রী যা-ই বলুন, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে প্রতিদিন। কোনো নিয়ন্ত্রণ নেই। প্রকৃতপক্ষে সরকারের কোনো উদ্যোগ নেই, তারা ব্যর্থ হয়ে গেছে এই কাজে।’

তিনি বলেন, ‘খুব কঠিন ছিল না এটাকে (করোনাভাইরাস) নিয়ন্ত্রণ করা। আপনারা দেখেছেন, ভিয়েতনাম নিয়ন্ত্রণ করেছে, কিউবা নিয়ন্ত্রণ করেছে, চীনে এতো বড় আক্রমণের পরে তারাও নিয়ন্ত্রণ করেছে, নিউজিল্যান্ড করেছে। অর্থাৎ সরকারের যদি সদিচ্ছা থাকে, তারা যদি কাজ করার মতো সত্যিকার অর্থেই একটা ভালো ইচ্ছা থাকে, তাহলে সে জনগণকে উদ্বুদ্ধ করে কাজগুলো করা খুব কঠিন ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমাদের এখানে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো সরকারের সম্পূর্ণ অজ্ঞতা, অদক্ষতা ও অযোগ্যতার কারণে আজকে কোভিড-১৯ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। বারবার ভুল হয়েছে, একবার ঢাকা থেকে চলে যাওয়া আবার ঢাকায় নিয়ে আসা, আবার ঢাকায় কিছু কিছু অঞ্চল লকডাউন করা। এখন আমরা খুব দুশ্চিন্তায় আছি যে, কোরবানির ঈদ আসবে, এই ঈদের আবার কীভাবে ব্যাপক সামাজিক সংক্রমণ হবে।’

তিনি বলেন, ‘একদিকে স্বৈরাচার, ফ্যাসিস্ট সরকার আমাদের ওপর অত্যাচার, নির্যাতন করছে। আমাদেরকে কাজ করতে দেয় না। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে, নেতাকর্মীদের গুম, হত্যা করা হয়েছে। সিলেটের ইলিয়াস আলীকে গুম করে দিয়েছে, কোনো হদিস নেই আজ পর্যন্ত।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তারপরও বিএনপি কিন্তু কখনও মাথা নত করে বসে যায়নি। লড়াই করছে, সংগ্রাম করছে। আমি বিশ্বাস করি যে, বিএনপি উঠে দাঁড়াবে সেই ফিনিক্স পাখির এবং জয়ী হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আসবেন সামনে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে আসবেন, এসে গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করব। সব ধরনের সংকটকে মোকাবিলা করে আমরা জয়ী হব। এটাই আমাদের প্রত্যাশা।’

 

এএফ/০২