সিলেটে মুক্তিযোদ্ধাকে ঘর দিলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০৬, ২০২০
০৬:৫৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২০
০৬:৫৩ পূর্বাহ্ন



সিলেটে মুক্তিযোদ্ধাকে ঘর দিলো সেনাবাহিনী

সিলেটের বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের গৃহহীন মুক্তিযোদ্ধা ময়না মিয়ার জন্য বসত ঘর তৈরিকরে দিয়েছে সেনাবাহিনী।

রবিবার সেনা প্রধানের পক্ষ থেকে উপহার হিসেবে তৈরিকৃত ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে ময়না মিয়ার হাতে তুলে দেওয়া হয়। 

সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায়, ৫২ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় সিলেটের দায়িত্ব প্রাপ্ত সেনা ইউনিট ৩৪ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সৈনিক (অব.) ময়না মিয়ার হাতে নতুন ঘরের দলিলপত্র ও চাবিহস্তাস্তর করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর ৩৪ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (রিয়ার) অধিনায়ক মেজর মো. কামরুল হাসান বলেন, মুক্তিযোদ্ধাদের বীরত্বের ঋণ কখনও পরিশোধ করা যাবে না। আর এ ঘরগুলো তাদের ঋন পরিশোধের জন্য দেওয়া হচ্ছে না। তারা যাতে পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারেন, এ জন্যই এটি সেনাপ্রধানের পক্ষ থেকে ক্ষুদ্র উপহার মাত্র।

তিনি বলেন, আমরা যদি আমাদের ইতিহাসকে সম্মান করতে না জানি, তাহলে কখনও আমাদের সুন্দর ভবিষ্যৎ হবে না। তাই বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে। তাদের আমাদের অন্তরে ধারণ করতে হবে।

মুক্তিযোদ্ধা ময়না মিয়া বলেন, একটি ঘর বড়ই প্রয়োজন ছিল। পরিবারের সদস্যদের নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছিলাম। কখনো স্বপ্নেও ভাবিনি শেষ বয়সে এতটা ভালোভাবে কাটাতে পারব। আমাদের কাছে ঘরটি মহামূল্যবান। যতদিন বেঁচে থাকব, পরম মমতায় ঘরটিকে আগলে রাখব।

এনসি/বিএ-০১