সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৬, ২০২০
০৭:৩০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৬, ২০২০
০৭:৩০ পূর্বাহ্ন
১০৬ বছরে বয়সে করোনা জয় করলেন দিল্লির এক বাসিন্দা। এর আগে ১৯১৮ সালে বৈশ্বিক মহামারি স্প্যানিশ ফ্লুতেও আক্রান্ত হয়েছিলেন তিনি। সে সময় তার বয়স ছিলো ৪ বছর। তবে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। খবর এনডিটিভি।
ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, সম্প্রতি দিল্লির রজিব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ওই প্রবীণ। একইসঙ্গে ভর্তি হোন তার স্ত্রী, ছেলেসহ পরিবারের অন্য আরেক সদস্য। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ওই পরিবারের প্রত্যেক সদস্য।
হাসপাতালের এক চিকিৎসক জানান, শতায়ু ওই বৃদ্ধ শুধু সুস্থই হননি বরং তার ৭০ বছর বয়সী ছেলের চেয়েও দ্রুত সেরে উঠেছেন। দিল্লিতে সম্ভবত তিনিই প্রথম ব্যক্তি যিনি স্পেনিশ ফ্লু ও করোনাভাইরাসে আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছেন।
এর আগে ১৯১৮ সালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে সেসময় সারা বিশ্বে ৪ কোটির বেশি মানুষ প্রাণ হারান। ওই মহামারির সময় দিল্লির ওই করোনাজয়ীর বয়স ছিল ৪ বছর।
বিএ-০৬