বন্ধ নমুনা সংগ্রহ, ঝুঁকিতে ওসমানীনগরের তিন লক্ষাধিক মানুষ

উজ্জ্বল ধর, ওসমানীনগর


জুলাই ০৬, ২০২০
০৫:২০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২০
০৫:২০ পূর্বাহ্ন



বন্ধ নমুনা সংগ্রহ, ঝুঁকিতে ওসমানীনগরের তিন লক্ষাধিক মানুষ

ভবন সংস্কারের জন্য গত ২৬ দিন ধরে সিলেটের ওসমানীনগরে করোনার নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। একমাত্র নমুনা সংগ্রহ কেন্দ্র বন্ধ থাকায় উপজেলার ৩ লক্ষাধিক মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ইতোমধ্যে উপজেলায় ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ৩ জন।

জানা যায়, ভবন সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ১০ জুন থেকে বন্ধ রয়েছে উপজেলার একমাত্র নমুনা সংগ্রহ কেন্দ্র তাজপুরের কদমতলাস্থ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র। করোনার এই দুর্যোগকালীন সময়ে ওসমানীনগরে বিকল্প উপায়ে নমুনা সংগ্রহের ব্যবস্থা না করে নমুনা সংগ্রহের সেন্টার বন্ধ হওয়া নিয়ে প্রশ্ন তোলেছেন অনেকেই। ৩০ জুন পর্যন্ত নমুনা সংগ্রহ বন্ধ থাকবে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস সূত্রে জানানো হলেও গতকাল ৫ জুলাই পর্যন্ত নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টদের এমন দায়িত্বহীন কাজে করোনা ঝুঁকিতে রয়েছেন উপজেলার ৩ লক্ষাধিক মানুষ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, তাজপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে দরজা-জানালা মেরামত, টাইলস ফিটিং, রাস্তা সংস্কার, বুথ স্থাপন ও রঙের কাজ করানো হচ্ছে। গত ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনও সংস্কার কাজ চলছে। ফলে কবে পুনরায় নমুনা সংগ্রহের কাজ শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

এদিকে গত ১৫ জুন তাজপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার টুকন কুমার কর্মকার ও একই স্বাস্থ্যকেন্দ্রের এমএলএসএস সুজিত ধরের করোনা শনাক্ত হয়। এরপর তারাসহ উপ-স্বাস্থ্যকেন্দ্রের সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের শরীরে করোনার কোনো উপসর্গ না থাকলেও ২য় বার করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট না আসায় তারা কাজে যোগদান করতে পারছেন না।

বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ওসমানীনগরে অতিরিক্ত দায়িত্ব) ডা. এস এম শাহরিয়ার বলেন, 'সংস্কার কাজের জন্য তাজপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে গত ১০ জুন থেকে করোনার নমুনা সংগ্রহ করা বন্ধ রয়েছে। ৩০ জুনের মধ্যে সংস্কার শেষ না হওয়ায় পুনরায় নমুনা সংগ্রহ শুরু হয়নি। আশা করছি আগামী ১৫ জুলাইয়ের আগেই কাজ শেষ হবে। যারা নমুনা প্রদান করতে ইচ্ছুক, তাদের সরকারি নির্ধারিত ফিস দিয়ে বালাগঞ্জ হাসপাতাল অথবা সিলেট শামসুদ্দিন হাসপাতালে গিয়ে নমুনা দিতে হবে।'

তিনি বলেন, 'তাজপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার টুকন কুমার কর্মকার করোনায় আক্রান্ত। তিনি ২য় বার নমুনা প্রদান করেছেন। তার রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত বুরুঙ্গা উপ-স্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরীকে তাজপুরে বাড়তি দায়িত্বপালন করতে বলা হয়েছে।'

এ ব্যাপারে ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, 'কথা ছিল গত ৩০ জুন থেকে পুনরায় নমুনা সংগ্রহ কেন্দ্র চালু করার। কিন্তু কেন এখনও নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে, সংস্কার কাজ এখনও কেন শেষ হয়নি তা বুঝতে পারছি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

 

আরসি-০৪