করোনামুক্ত হলেন সাংসদ মোকাব্বির, কৃতজ্ঞতা প্রকাশ

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ০৬, ২০২০
১১:৫২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২০
১১:৫২ পূর্বাহ্ন



করোনামুক্ত হলেন সাংসদ মোকাব্বির, কৃতজ্ঞতা প্রকাশ

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

গত ২১ জুন তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর থেকে ন্যাম ভবনে ১৪ দিনের আইসোলেশনে ছিলেন। আইসোলেশন সম্পন্ন হওয়ার পর গতকাল রবিবার (৫ জুলাই) সিএমএইচে আবার নমুনা দিলে আজ সোমবার (৬ জুলাই) তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

করোনাজয়ী সাংসদ মোকাব্বির খান তাঁর রোগমুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেছেন এবং তাঁর সুস্থতা চেয়ে যারা নিজ নিজ ধর্মীয় মতে দোয়া-প্রার্থনা করেছেন, তাঁকে চিকিৎসাসেবা দিয়েছেন, সাহস ও মনোবল যুগিয়েছেন, তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে এই মহামারি ও আগামী দিনের অর্থনৈতিক মহামন্দার চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, 'সকলের দোয়ায় পাওয়া নতুন জীবন আমি মানুষের কল্যাণে উৎসর্গ করলাম। করোনায় আক্রান্ত হওয়ার প্রথম কয়েকদিন নিজ বাসায় চিকিৎসাধীন ছিলাম। কিন্তু একসময় শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে আমাকে নিয়ে যাওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। এরপর আমার সংসদ নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহযোগিতায় আমাকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার আওতায় নেওয়া হয়। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ ও ঋণী হয়ে রইলাম। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকতাদের প্রতি, সেনাবাহিনী ও সামরিক হাসপাতালের পদস্থ কর্মকর্তাদের প্রতি, সর্বোপরি আমার চিকিৎসায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স, এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত সর্বস্তরের কর্মীদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আমাকে ও আমার মতো করোনায় আক্রান্ত অন্যদের জীবন বাঁচাতে যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছেন এবং নিচ্ছেন, তা নিজ চোখে দেখেছি। এজন্য তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

এ সময় তিনি ওসমানীনগর-বিশ্বনাথসহ দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ইউডি/আরআর-০৮