ফেঞ্চুগঞ্জে ৩৬৫ জনের নমুনা সংগ্রহ, আক্রান্ত ৫৭

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৬, ২০২০
১২:০২ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২০
১২:০২ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে ৩৬৫ জনের নমুনা সংগ্রহ, আক্রান্ত ৫৭

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫০ শয্যা হাসপাতালে গত তিন মাসে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৫ জনের। তাদের মধ্যে ৩৪০ জনের রিপোর্ট পাওয়া গেছে। বাকি ২৫ জনের রিপোর্ট এখনও আসেনি। ৩৬৫ জনের মধ্যে করোনা পজিটিভ রয়েছে ৫৭ জন এবং তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন।

এ তথ্য নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. কাজী আফজাল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়। প্রথমদিকে ঢাকা ও সিলেটে নমুনা পাঠানো হতো। এখন শুধু সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পাঠানো হচ্ছে। যাদের মধ্যে করোনার লক্ষণ বোঝা যাচ্ছে, তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে।

নমুনা সংগ্রহের ব্যাপারে জানতে চাইলে ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, 'আমার কাছে কোনো তথ্য নেই। আমাদের পরিসংখ্যান অফিস থেকে তথ্য নিন।'

 

এসএ/আরআর-০৯