চীনে ভারি বৃষ্টিপাত, ভূমিধসে চাপা ৯ জন

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৮, ২০২০
০৩:৫৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২০
০৩:৫৩ অপরাহ্ন



চীনে ভারি বৃষ্টিপাত, ভূমিধসে চাপা ৯ জন

চীনের কয়েকটি অঞ্চলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাতের পর হুবেই প্রদেশ ভূমিধসে নয় জন চাপা পড়েছেন।

বুধবার (৮ জুলাই) ভোররাতে হুবেইয়ের হুয়াংমেই কাউন্টিতে ভূমিধসের ঘটনাটি ঘটে বলে দেশটির পিপলস ডেইলি সংবাদপত্র জানিয়েছে। চাপা পড়া লোকদের উদ্ধারের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা। 

চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ১৯৬১ সালের পর থেকে চলতি বছরের ১ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত হুবেই, আনহুই, ঝেজিয়াং ও চোংকিংয়ে বছরের এই সময়কালের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।

কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি বৃষ্টি হয়েছে। এতে ওই অঞ্চলগুলোতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।

ডিসেম্বরে করোনাভাইরাস মহামারী প্রথম শুরু হয়েছিল যেখান থেকে সেই উহান শহরে রোববার রেকর্ড ৪২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে পিপলস ডেইলি।

চীনজুড়ে ঝড়-বৃষ্টিতে শতাধিক লোকের মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

বিএ-০৫