মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে অভিবাসন

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১২, ২০২০
০২:৫৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২০
০২:৫৯ অপরাহ্ন



মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে অভিবাসন

যুক্তরাষ্ট্রে অন্য দেশের নাগরিকদের অভিবাসন দেওয়ার ক্ষেত্রে মেধা, শিক্ষাগত যোগ্যতা ও প্রযুক্তিগত দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার মার্কিন টেলিভিশন চ্যানেল ‘টেলিমুন্ডোতে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‌‘অভিবাসন নিয়ে সামনে খুব বড় বিল আসতে চলেছে। এ বিলে যুক্তরাষ্ট্রে অভিবাসনের অধিকার দেওয়ার ক্ষেত্রে অন্যান্য দেশের নাগরিকদের মেধা, শিক্ষাগত যোগ্যতা ও প্রযুক্তিগত দক্ষতাকেই অগ্রাধিকার দেওয়া হবে। যে শিশুরা অন্য দেশ থেকে আমেরিকায় এসেছে তারাও যাতে পরে মার্কিন নাগরিকত্বের অধিকার পায় (‘ডেফার্ড অ্যাকশন চাইল্ডহুড অ্যারাইভাল’ বা ডিএসিএ), এই বিলে তারও ব্যবস্থা রাখা হবে। এসময় এই বিল সকলকেই খুশি করবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট অভিবাসন নিয়ে যা ঘোষণা করেছেন, সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছে। মার্কিন নাগরিকদের স্বার্থ রক্ষা করেই এবার অভিবাসনের অধিকার দেওয়া হবে মেধা, শিক্ষাগত যোগ্যতা ও প্রযুক্তিগত দক্ষতার অগ্রাধিকারের ভিত্তিতে।

বিএ-০৯