না ফেরার দেশে ম্যান্ডেলা কন্যা জিন্দাজি

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৩, ২০২০
১০:১৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২০
১০:১৮ অপরাহ্ন



না ফেরার দেশে ম্যান্ডেলা কন্যা জিন্দাজি

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার কন্যা জিন্দাজি মেন্ডেলা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। তবে তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

সংবাদমাধ্যম দ্য সানের এক খবরে এ কথা জানা গেছে।

জানা যায়, গতকাল রবিবার (১২ জুলাই) রাতে তার মৃত্যু হয়েছে। তার ছেলে বাম্বাথা সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘স্লিপ ইন পিস মাদার।’

জিন্দজি কেপটাউন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়েন এবং এরপর তার বাবা-মায়ের মতই রাজনীতিতে নামেন। বাবা-মায়ের মত তিনিও ছিলেন একজন বর্ণবাদবিরোধী নেতা। ২০১৪ সাল থেকে তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ডেনমার্কে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।

তিনি ছিলেন নেলসন ম্যান্ডেলার ষষ্ঠ সন্তান এবং কনিষ্ঠ কন্যা। তার মা ছিলেন উইনি ম্যান্ডেলা।

 

সূত্র: দ্য সান

 

এএফ/০২