তুরস্কে নজরদারি বিমান বিধ্বস্ত, নিহত ৭

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৬, ২০২০
০২:০৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২০
০২:০৩ অপরাহ্ন



তুরস্কে নজরদারি বিমান বিধ্বস্ত, নিহত ৭

তুরস্কের পূর্বাঞ্চলীয় বান প্রদেশে একটি নজরদারি বিমান বিধ্বস্ত হয়ে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু। 

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোইলু সাংবাদিকদের বলেছেন, আমাদের টিম আমাদের জানিয়েছে, আমরা সাত জন বীরকে হারিয়েছি, তাদের মধ্যে দুই জন পাইলট।

বিমানটি আর্তোস পবর্তের দুই হাজার ২০০ মিটার (৭২১৮ ফুট) উচ্চতায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বান ফেরিত মেলান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল।

সোইলু জানান, সোমবার থেকে বান ও হাককারি প্রদেশে পর্যবেক্ষণ ও নজরদারি মিশনে ছিল ২০১৫ মডেলের বিমানটি।

তিনি আরও জানান, রাত ১০টা ৩২ মিনিটে বাসকেলে জেলার আশপাশের আকাশে থাকায় সময় শেষবারের মতো কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলটরা, এরপর রাত প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে বিমানটি রাডার থেকে হারিয়ে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সোইলু ঘটনাস্থলে যান।

বিএ-০৩