সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৭, ২০২০
০৪:৪৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৭, ২০২০
০৪:৫৮ অপরাহ্ন
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের অন্যতম ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর নিউজ এডিটর আব্দুল্লাহ এম হাসান।
আজ শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।
মৃত্যুকালে আব্দুল্লাহ এম হাসানের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সূত্রে এই তথ্য জানা গেছে।
দুই সপ্তাহ আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন বলে জানা গেছে। বেশ কিছু জটিলতা দেখা দেওয়া তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।
এএফ/০৮