কোম্পানীগঞ্জে চাঁদাবাজির সময় আটক ৭

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৯, ২০২০
০৩:২৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৯, ২০২০
০৩:২৫ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে চাঁদাবাজির সময় আটক ৭

সিলেটের কোম্পানীগঞ্জের নদীপথে বালুবাহী নৌকা হতে চাঁদাবাজির সময় ৭ চাঁদাবাজকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুলের নির্দেশনায় এসআই অভিজিৎ দাস ও এসআই নবী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাকুঁড়ি সংলগ্ন নদীপথে অভিযান চালিয়ে বালুবাহী ষ্টীল বডি নৌকা থেকে চাঁদাবাজি করা অবস্থায় ৭ চাঁদাবাজকে আটক করে। আটককৃতদের কাছ থেকে দেশিয় অস্ত্র, ১টি ইঞ্জিনবাহী নৌকা ও আদায়কৃত চাঁদার ২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার তেলিখাল ইউনিয়নের গৌখালের পাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে বিল্লাল (৩০), আজর আলীর ছেলে দুদু মিয়া (৪০), হাছন আলীর ছেলে চেরাগ আলী (৩৫), তাহের আলীর ছেলে আব্দুল হালিম (৩২), আব্দুস সোবহানের ছেলে তাজ উদ্দিন (৩০), রাশিদ আলীর ছেলে কামাল (৩৬), মজর আলীর ছেলে জৈন উদ্দিন (৩২)।

আটকের সত্যতা নিশ্চিত করে এসআই অভিজিৎ দাস বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

কেএ/বিএ-০৩