আরব বিশ্বের প্রথম মঙ্গল অভিযান

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২০, ২০২০
০৪:২৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২০
০৪:২৬ অপরাহ্ন



আরব বিশ্বের প্রথম মঙ্গল অভিযান

সংযুক্ত আরব আমিরাতের একটি মহাকাশযান আজ সোমবার (২০ জুলাই) সাত মাসের জন্য মঙ্গল গ্রহের উদ্দেশে যাত্রা শুরু করেছে। এটি আরব বিশ্বের প্রথম আন্তঃগ্রহ অভিযান।

ইউএনবি’র খবরে বলা হয়, এর আগে, প্রতিকূল আবহাওয়ার কারণে দুবার প্রস্তুতি নেওয়া সত্ত্বেও এ মহাকাশযানের উৎক্ষেপণ স্থগিত করা হয়।

‘হোপ’ নামের বিশেষ মানববিহীন এ মহাকাশযানটি জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আরব আমিরাত প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে মঙ্গল গ্রহে পৌঁছাবে।

আগামী ১০০ বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানববসতি স্থাপনের যে লক্ষ্যমাত্রা রয়েছে, এ পদক্ষেপকে সেই বিশাল লক্ষ্যের সূচনা বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, এখন পর্যন্ত মঙ্গল গ্রহের কক্ষপথে সফল অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র, ভারত, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি।

আরব আমিরাতের পর চলতি মাসে প্রথমবারের মতো মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাতে পারে চীন।

 

এএফ/০৫