ভারতে সাংবাদিককে গুলি করে হত্যা

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৩, ২০২০
০৪:০২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৩, ২০২০
০৪:০২ পূর্বাহ্ন



ভারতে সাংবাদিককে গুলি করে হত্যা

ভারতে এক সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। ভারতের গাজিয়াবাদে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ‘জন সাগর টুডে’ পত্রিকার সাংবাদিক বিক্রম যোশী (৩৫) নামে এই তরুণ সাংবাদিককে খুনের ঘটনাকে কেন্দ্র করে ফের সরগরম হয়ে উঠেছে ভারতের রাজনীতি।

হত্যাকাণ্ডের ঘটনাটি মূলত সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। সোমবার (২১ জুলাই) রাত সাড়ে দশটার দিকে গাজিয়াবাদের বিজয়নগরে দুই মেয়েকে স্কুটারে নিয়ে বাড়ি ফিরছিলেন বিক্রম যোশী।

সিসিটিভির ক্যামেরায় দেখা যায়, কয়েকজন যুবক জোর করে তাঁর স্কুটার থামায়। টেনে হিঁচড়ে তাঁকে কাছে দাঁড়ানো একটা গাড়ির কাছে নিয়ে আসে। দুই কন্যা ভয়ে ছুটে একধারে সরে যায়। একজন বিক্রমের মাথায় গুলি করে। সবাই পালানোর পর বড় মেয়েকে ছুটে বাবার কাছে আসতে দেখা যায়।

গুরুতর অবস্থায় বিক্রমকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ।

নিহত সাংবাদিকের পারিবারিক সূত্রে বলা হয়, ঘটনার চার দিন আগে বিক্রম তাঁর ভাগনির হেনস্তাকারীদের বিরুদ্ধে থানায় নালিশ করেন। অভিযোগ, পুলিশ কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে টুইট করে বলেন, প্রতিশ্রুতি ছিল রাম রাজ্য প্রতিষ্ঠার। উপহার দিয়েছে গুন্ডারাজ।

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, উত্তর প্রদেশের জঙ্গলরাজ এমনই যে গুন্ডাদের বিরুদ্ধে অভিযোগের পর মানুষকে ভয়ে ভয়ে দিন কাটাতে হয়। বিজেপি তার পূর্বসূরির মতোই ব্যর্থ।

বিএ-০৪